রোহিতকে বোল্ড করলেন রুবেল


বৃষ্টির হানায় কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকলেও শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। কার্ডিফে বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। আরেক ওপেন রোহিত শর্মাকে ফেরালেন রুবেল হোসেন। নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন তিনি। ১৪ ওভারে ২ উইকেটে ৫০ রান ভারতের।
বিরাট কোহলির সঙ্গে ৪৫ রানের জুটি ভেঙেছেন রুবেল। তার শর্ট বল রোহিতের ব্যাটে লেগে নিচু হয়ে স্টাম্পে আঘাত করে। ভারতীয় ওপেনার ৪২ বল খেলে ১৯ রানে বিদায় নেন।
এর আগে তৃতীয় ওভারে মোস্তাফিজের ফুলার লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে পড়লে পরাস্ত হন ধাওয়ান। বিদায় নেন ১ রানে। শুরুতে মাত্র দুই বল পর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা। ক্রিজে আছেন কোহলি ও লোকেশ রাহুল।
কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।
ভারতীয় অধিনায়ক কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
তার ওপর চোট শঙ্কাও রয়েছে কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর।