ড্যাবের নেতৃত্বে হারুন-সালাম
Published:
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি পদে ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব পদে ডা. মো. আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগণনা শেষে প্রধান
নির্বাচন কমিশনার রফিকুল কবির লাবু শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফলাফল
ঘোষণা করেন।
সভাপতি পদে বিজয়ী ডা. হারুন আল রশিদ ১৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোস্তাক রহিম স্বপন পেয়েছেন ৯৮ ভোট।
মহাসচিব পদে ডা. আব্দুস সালাম ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ৯৪ ভোট।
গত শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
ড্যাবের এ নির্বাচনে নবগঠিত ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটি এবং জেলা ইউনিটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মিলে ২৬৮ জন কাউন্সিলরের মধ্যে ২৪৮ জন ভোট দেন।
নির্বাচনে ‘হারুন আল রশিদ-আব্দুস সালাম’ পরিষদ এবং ‘মোস্তাক রহিম স্বপন-রফিকুল ইসলাম বাচ্চু’ পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আব্দুস সেলিম ১৫৫ ভোট, কোষাধ্যক্ষ পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১৭৩ ভোট, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মেহেদী হাসান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচিতরা সবাই ‘হারুন-সালাম’ পরিষদের প্রার্থী।
গত ১০ ফেব্রুয়ারি ড্যাবের কমিটি ভেঙে দিয়ে অধ্যাপক ফরহাদ হালিম ডোনারকে আহ্বায়ক করে একটি কমিটি করে তাদের তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার নয়া পল্টনের কার্যালয়ে ড্যাবের এই নির্বাচন হয়।
সভাপতি পদে বিজয়ী ডা. হারুন আল রশিদ ১৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোস্তাক রহিম স্বপন পেয়েছেন ৯৮ ভোট।
মহাসচিব পদে ডা. আব্দুস সালাম ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ৯৪ ভোট।
গত শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
ড্যাবের এ নির্বাচনে নবগঠিত ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটি এবং জেলা ইউনিটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মিলে ২৬৮ জন কাউন্সিলরের মধ্যে ২৪৮ জন ভোট দেন।
নির্বাচনে ‘হারুন আল রশিদ-আব্দুস সালাম’ পরিষদ এবং ‘মোস্তাক রহিম স্বপন-রফিকুল ইসলাম বাচ্চু’ পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আব্দুস সেলিম ১৫৫ ভোট, কোষাধ্যক্ষ পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১৭৩ ভোট, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মেহেদী হাসান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচিতরা সবাই ‘হারুন-সালাম’ পরিষদের প্রার্থী।
গত ১০ ফেব্রুয়ারি ড্যাবের কমিটি ভেঙে দিয়ে অধ্যাপক ফরহাদ হালিম ডোনারকে আহ্বায়ক করে একটি কমিটি করে তাদের তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার নয়া পল্টনের কার্যালয়ে ড্যাবের এই নির্বাচন হয়।
Tags:
রাজনীতি