জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ, কর্মকর্তারা সাসপেন্ড: ইসি আহসান হাবিব

 






From : Kalerkantho

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, একটি জাল ভোট পড়লেই প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজন্টেসহ সরকারি কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে। পরবর্তীদের তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে। 

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, উৎসবমুখর পরিবেশে সুন্দর নির্বাচন হয় ৭ জানুয়ারি এর উদাহরণসহ সংজ্ঞা দেব। এ পর্যন্ত ১ হাজার ৩০০ নির্বাচন করেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী অভুতপূর্ব কাজ করেছে। এটা আমাদের গর্বের বিষয়।

এবার তাঁরা আশ্বস্ত করেছে যে একটি উদাহরণ সৃষ্টি করবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই উল্লেখ করে আহসান হাবীব বলেন, অতীতের কোনো উদাহরণ নয়, ভবিষ‌্যতের অনুকরণীয় একটি নির্বাচন উপহার দেব। এছাড়া নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক ও  মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।