সুনামগঞ্জের বিরল প্রতিভা অ্যাডভোকেট আজাদ বখ্ত
সুনামগঞ্জের বিরল প্রতিভা অ্যাডভোকেট আজাদ বখ্ত
সুনামগঞ্জ জেলা বারের প্রবীন সদস্য, প্রাজ্ঞ আইনজীবী (আমার চাচা) এ. জেড. এম. আজাদ বখ্ত। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১লা সেপ্টেম্বর ১৯২৭ ইং তারিখে জন্ম গ্রহণ করেন। উনার পিতা ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে ডিগ্রিপ্রাপ্ত মৌলভী সফর আলী ও জরিফুস বানু তালুকদার এর ৬ষ্ট সন্তান।
জনাব এ. জেড. এম. আজাদ বখ্ত নিজ বাড়িতে পিতার কাছে লেখাপড়ার হাতেখড়ি। এরপর গ্রামের পাঠশালায় ভর্তি হন। সেখান থেকে তিনি চলে যান উজানীগাঁও রশিদিয়া হাই স্কুলে। তৎকালীন সুরমা ভ্যালীতে (সিলেট বিভাগ ও আসাম প্রদেশ) সম্মীলিত মেধা তালিকায় ১ম স্থান লাভ করে এম.ই পরীক্ষায় উত্তীর্ণ হন। তৎপর ভর্তি হন সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে ১৯৪০ সালে। তিনি কৃতিত্বের সাথে ১৯৪৪ সালে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৬ সালে সুনামগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এম.সি. কলেজ থেকে বি.এ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে এম.এ (অর্থনীতি), তারপর ১৯৫৮ সালে এল.এল.বি ডিগ্রী অর্জন করেন। তারপর ১৭-০৮-১৯৬০ সালে তৎকালীন সুনামগঞ্জ মহকুমা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে আইন পেশা শুরু করেন। অতঃপর আইন পেশার পাশাপাশি সামাজিক কাজে যুক্ত হতে থাকেন। সুনামগঞ্জ মহকুমা থেকে জেলায় রুপান্তরের জন্য ১৯৮৩ সালে ‘‘সুনামগঞ্জ জেলা বাস্তবায়ন কমিটি’’র সভাপতি নির্বাচিত হন এবং শহীদ জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী) প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন, পুনরায় ১৯৮৫ সালে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তারপর আবার ১৯৮৯ সালে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। এই পেশায় থেকেই ১১ জানুয়ারী ২০১১ ইং তারিখে মৃত্যুবরণ করেন।
তথ্য সংগ্রাহক : অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন।
Tags:
সারাদেশ