নারী হকি টুর্নামেন্টে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের নাদিরা


তৈয়বুর রহমান,সুনামগঞ্জ সদর:


নাদিরা তালুকদার ইমা। হকি খেলার প্রতি ছোট বেলা থেকেই টান ছিল।  খেলার প্রতি দরদ এবং  পারদর্শীতাই হয়তো তাঁর এবং তাঁর পরিবারের প্রত্যাশার জায়গা পূরণ করবে। সাম্প্রতিক পুরুষ ও নারীদের (এএইচএফ) জুনিয়র কাপ নারী হকি টুর্নামেন্টে খেলতে সিঙ্গাপুরে যাচ্ছেন ২৮ সদস্যের বাংলাদেশ দল । ২৮ সদস্যের মধ্যে রয়েছেন ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা। তাদের সঙ্গে যাচ্ছেন সুনামগঞ্জের মেয়ে নাদিরা তালুকদার ইমা।


নাদিরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত পশ্চাৎপদ  শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান। হকি খেলতে বিদেশ যাওয়ার তাঁর এই সুবর্ণ সুযোগ উপলক্ষ্যে  স্থানীয়রা খুবই আনন্দিত।


মুসলিম তালুকদার ও মাজেদা তালুকদার দম্পতির নয় ছেলে-মেয়ের সর্ব কনিষ্ঠ সন্তান নাদিরা। নাদিরা সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপির) দশম শ্রেণিতে অধ্যয়নরত। খেলাপ্রিয় হওয়ায় সামাজিক ভাবে অনেক সমালোচনার  শিকার হতে হয়েছে নাদিরা তালুকদার ইমা এবং তাঁর পরিবারকে।


সব সমালোচনার উর্ধ্বে  থেকে নাদিরা এখন এলাকার জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন।

নাদিরার বড় ভাই হোসাইন জবাবদিহিকে জানান-  আমরা খুব আনন্দিত। আমাদের বাবা এখন বেঁচে থাকলে খুব খুশি হতেন, তিনি কখনো ছেলে-মেয়েদের আলাদা করে দেখেননি। প্রথম যেদিন আমার বোন ঢাকা খেলতে যায়, বড় ফুফু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আব্বু কে না করছিলেন, আব্বু সেদিন বলছিনেন ইমা ছেলে হলে আপনি এ কথা বলতেন না। আমার কাছে কোনো ছেলে-মেয়ে ভেদাভেদ নেই, সবই আমার সন্তান। আমি চাই আমার মেয়ে দেশের জন্য খেলুক।


সাতগাঁও জীবদাড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ বলেন-নাদিরা আমাদের স্কুলের সাবেক ছাত্রী। সে স্কুলের খেলায় বরাবরই ভালো ফলাফল করেছে। তাঁর এই সাফল্যে আমরা সবাই  আনন্দিত  এবং গর্বিত।


উল্লেখ্য, আগামী ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১১ জুন রাত ১০টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নাদিরা। সে ১২ জুন রাত ১০টা ৩০ মিনিট ঢাকা ত্যাগ করবেন। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লীগ ভিত্তিতে খেলবে একে অন্যের বিপরীতে । দেশগুলো হলো- চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপরীতে লড়বে বাংলাদেশের হকি কন্যারা।