কথা রাখলেন মেয়র, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের কৃতজ্ঞতা

 
তৈববুর রহমান - স্টাফ রিপোর্ট:

গত ২৬ ও ২৭ এপ্রিল,২০২৪ খ্রিস্টাব্দ ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শাহ মো. সফিনূরের উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে দুই দিন ব্যাপী আয়োজন করা হয় ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সাহিত্য সম্মেলনে বাংলাদেশ ও দেশের বাইরের প্রায় ৫০০ জন কবি সাহিত্যিক অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম দিন ২৬ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরের দিন ২৭ এপ্রিল অনুষ্ঠানে আগত সবার  লাঞ্চের খরচ  বহন করবেন বলে ঘোষণা দেন।

এরপরে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শাহ মো. সফিনুর মেয়রের এপিএসের সাথে যোগাযোগ করলে  উনি টাকা তোলার জন্য অনেক নিয়মাবলী  তুলে ধরেন এবং মেয়র বরাবর দরখাস্ত লিখতে বলেন যা কবি শাহ সফিনুরকে হতাশ করে।


সাম্প্রতিক এক সুযোগে মেয়রের সাথে আলাপ হয় কবি শাহ সফিনুরের। যোগাযোগ হলে  তিনি সিটি কর্পোরেশনের  কর্তার আরোপিত টাকা তোলার সব নিয়মের কথা স্মরণ করিয়ে দেন।কবি শাহ সফিনুরের  কথা শুনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দু:খ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে প্রতিনিধি পাঠিয়ে লাঞ্চের খরচ গ্রহণ করতে বলেন।

পরে ইউএসএস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ কবি সফিনুরের একজন প্রতিনিধি মেয়রের কাছ থেকে ৫০০০০ টাকা নগদ গ্রহণ করেন।

এদিকে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিগন্ত বার্তার নিজস্ব প্রতিবেদক রাহমান তৈয়বকে বলেন,
মেয়র কথা রেখেছেন।ব্যস্ততার কারণে ভুলে গিয়েছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী হওয়ায়  দেরিতে হলেও তিনি আমাদের মনে রেখেছেন। আমরা মেয়রের প্রতি অনেক কৃতজ্ঞ।