শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প।
রুয়েব আহমেদঃ শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি
অদ্য ২২/০৬/২০২৪ ইং রোজ শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গত কয়েকদিন যাবৎ পাহাড়ি ঢল ও ভারিবৃষ্টিপাতে সিলেট,সুনামগঞ্জ সহ আশেপাশে আকস্মিক বন্যা হয় যা ২২শের বন্যার কাছাকাছি প্রায়। এই বন্যা কবলিত এলাকায় মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এসময় জেবিবি হাইস্কুল ও হাসকুড়ি গ্রামে বন্যা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও জরুরী ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা প্রদান কালে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ ইকবাল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শান্তিগঞ্জ উপজেলা।
ডাক্তার মোশাররফ হোসেন মুরাদ, মেডিকেল অফিসার, হ্রদয় মিয়া, সিনিয়র স্টাফ নার্স,মল্লিকা দাস স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ।