শায়খ শফিকুল হক আমকুনি রাহিঃ ফাউন্ডেশনের পক্ষ থেকে পানিবন্দি শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ
ইমরানুল হাসান
স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলায় ভারি বৃষ্ঠিপাত ও পাহাড়ি ঢলের কারণে এক আকস্মিক বন্যা হয় যা বাইশের বন্যার কাছাকাছি প্রায়। এই বন্যায় বাড়ি ঘর পানিতে ডুবে যায়, ঘর বাড়ি পানিবন্দি হয়। মানুষ যাতায়াত সহ অনেক সমস্যার সম্মুখীন হয়। তাদের মধ্যে অসংখ্য সামাজিক সেচ্ছাসেবী মূলক সংগঠন, সংস্থা, ফাউন্ডেশন ও এনজিও প্রতিষ্টান দিন-রাত কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গত ২৩ শে জুন (রবিবার) দিন ব্যাপি শান্তিগঞ্জের পাগলা,রায়পুর,চন্দ্রপুর,কাদিপুর,রহমতপুর,নবীনগর ও নয়াবাড়ি স্পটে হযরত মাওলানা শায়খ শফীকুল হক আমকুনী র. ফাউন্ডেশনের অর্থায়নে হাফিজ,মাওলানা আবু সাঈদ, মুহতামিম হযরত আবু বকর সিদ্দিক রা: হাফিজিয়া, ও মহিলা মাদ্রাসার সহযোগিতায় তরুণ প্রজন্ম ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় দিনব্যাপি ফুড প্যাক বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন হাফিজ আহমেদ সাঈদ ( উপদেষ্টা), মো আবুল কালাম ( উপদেষ্টা) , মাওলানা উসমান গণি ( উপদেষ্টা) , ইমরানুল হাসান, মাওলানা আলী মর্তুজা বিন আমিন,ক্বারী রায়হান আহমদ প্রমূখ।