ইতালি যাওয়ার পথে ২ যুবকের মৃত্যু


মামুন আহমেদ, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সাগর পথে লিবিয়া হতে ইতালি যাওয়ার সময় সমুদ্রে ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাহিবুর রহমান মান্না (২৩) ও ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুন্দর আলীর ছেলে রেজাউল ইসলাম (২৪)

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবারে লিবিয়া হতে সাগর পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেন তারা। তাদের সাথে সুনামগঞ্জের আরো লোকজন ছিলেন। সাগর পথে নৌকা ছাড়ার পূর্বে ২ জনই পরিবারের সাথে কথা বলেন। গত বুধবার নৌকাটি ইতালি পৌছালেও  পৌছাননি সাহিবুর ও রেজাউল। খোজাখুজির পর জানা যায় ২ জনই পথিমধ্যে মারা গেছেন। সাহিবুর রহমানের বড় ভাই শাহিদুল ইসলাম জানান, কিভাবে ছোট ভাই মারা গেছে সে কথা জানানো হয়নি। শুধু বলা হয়েছে তার ভাই আর নেই। সাহিবুরের পরিবার খুবই দরিদ্র। ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল আহমদ নামে এক দালালের প্ররোচনায় উন্নত জীবনের স্বপ্নে লিবিয়া যান। বাংলাদেশ থেকে লিবিয়া ও লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য দালালকে সাড়ে ৯ লক্ষ্য টাকা দেওয়া হয়েছে। শাহিদুল ইসলাম বলছেন এখন টাকাও গেল ভাইও গেল।
রেজাউল ইসলাম ১ বছর আগে দুবাই গিয়েছিলেন, সেখান থেকে মিশর হয়ে লিবিয়া যান। গত শুক্রবারে রেজাউল জানান, ইতালি যাওয়ার জন্য সাগর পথে গেমে উঠছেন। রেজাউল ইসলামের ২ ভাই ওমান প্রবাসী। গত বুধবার ওমান প্রবাসী ভাই কে জানানো হয় তার ভাই মারা গেছেন। রেজাউল ইসলামের পরিবারের পক্ষ থেকে ছাতক উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।