তাহিরপুরে বন্যাদুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ


তৈয়বুর রহমান,সুনামগঞ্জ সদর

সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ১২ টি উপজেলার মানুষেরা পড়েছেন বিপাকে। যতই পানি কমছে মানুষের ক্ষয়ক্ষতি চোখে ভাসমান হচ্ছে।১২ উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারদের চাহিদা মিট আপ করতে জেলা প্রশাসন কাজ করছে। উপজেলা ভেদে ক্ষয়ক্ষতির তারতম্য রয়েছে। ভারতের মেঘালয় পাহাড় ঘেষা, টাংগুয়া এবং মাটিয়ান হাওর বিস্তৃত তাহিরপুর উপজেলার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য উপজেলা অপেক্ষাকৃত বেশি।তাহিরপুর উপজেলার বন্যাদুর্গত মানুষদের ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামিলীগ, তাহিরপুরপুর উপজেলা শাখা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী,আওয়ামিলীগের প্রেসডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি,বাংলাদেশ আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সুনামগঞ্জ-১ আসনের সাংসদ অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার,সুনামগঞ্জ জেলা পরিষদের সভাপতি এবং সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত  পলিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন-আমি আপনাদের প্রতি ঋণী ও কৃতজ্ঞ।আপনারা যে কেবল ত্রাণ নিতে আসছেন এমন নয়,আপনারা বাংলাদেশ আওয়ামীলীগকে ভালোবাসেন বলেই এতক্ষণ যাবত ধৈর্য্য ধরে আমাদের কথা শুনছেন।আমরা আপনাদের চেহারার দিকে তাকাইলেই বুঝি আপনারা কেমন আছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তুমি তাহিরপুরের মানুষের কাছে যাবা।সুনামগঞ্জের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা একটি মায়া কাজ করে।বাংলাদেশ সরকার আপনাদের বিপদে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে।

সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেন- আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক কৃতজ্ঞ। গেল ২০২২ এর বন্যায় তিনি হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের বানভাসি মানুষের চিত্র নিজে দেখেছেন।সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও এমপিরা এসেছেন। বন্যার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী মন্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছেন।এবারো তিনি একই রকম করে বন্যাদুর্গতদের কষ্ট লাগবে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আমরা সেভাবেই কাজ করছি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তাহিরপুরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভাশেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।