শান্তিগঞ্জে চুরির হাত থেকে রক্ষা পেলনা শতবর্ষী পুরনো মসজিদের দানবাক্স


স্টাফ রিপোর্টার,  শান্তিগঞ্জ :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা রায়পুরে অবস্থিত মুসলমান সম্প্রদায়ের উপসনালয় শতবর্ষী পুরনো জামে মসজিদ ঐতিহাসিক পাগলা রায়পুর বড় জামে মসজিদ নামে পরিচিত। 

এটি সুনামগঞ্জের একটি উল্লেখযোগ্য পর্যটন শিল্পের তালিকায় ও রয়েছে। এটি ছবিতে যেভাবে সুন্দর বাস্তবিক ভাবে ও দারুণ। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক মসজিদ টি দেখতে ভীড় করেন ।এখানে যেকোনো পর্যটক আসলে তাদের মনকে প্রশান্তি দিতে পারেন। জানা যায় যে, এই মসজিদের নামে অনেক দর্শনার্থীরা অনেক কিছু মেনে থাকেন,যেমন:- স্বচক্ষে দেখে যাওয়া, অনেক সময় শিন্নিসালাত মেনে আসেন। এই মসজিদের দানবাক্স থেকে প্রতি মাসে ৩৫-৪০ হাজার টাকা উত্তোলন করা হতো।


এই মাজিদটি সহ পাশে রয়েছে একটি হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা। মসজিদে রয়েছেন ১জন ইমাম,১জন মোয়াজ্জিন ,ও ১ জন খাদিম , মাদ্রাসায় রয়েছেন অর্ধশত তালবে ইলম।

স্থানীয়দের বক্তব্য যে, আনুমানিক রাত ৩ ঘটিকার সময়মসজিদটির দানবাক্স চুরি করে নিয়ে যায়। এটার সাথে কে বা কারা জরিত ক্ষতিয়ে দেখার আহবান এলাকাবাসীর।