শান্তিগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
Published:
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে ছাত্রজনতার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুর্শেদ, হাম্মাদ, মঈনুল, মারুফ সহ প্রায় অর্ধশতক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। শান্তিগঞ্জের ছাত্রছাত্রীদের চিন্তা হলো দেশ ও সমাজের সংস্কার ও উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রয়োজন। তাই স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য বৃক্ষের বিকল্প নেই। বাংলাদেশে যেহেতু চাহিদার তুলনায় বনাঞ্চল কমে গেছে, আবহাওয়া বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, তাই ছাত্রজনতা এই কাজে গুরুত্বসহকারে অংশ গ্রহণ করা উচিৎ। শান্তিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুর্শেদ আলম বলেন দেশের আপামর ছাত্র ও যুব সমাজকে পরিবেশের বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখতে বেশি করে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করার আহ্বান জানান।
Tags:
বাংলাদেশ