বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত

 

ইমরানুল হাসান 

স্টাফ  প্রতিনিধি :-

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী  ৭নং সৈয়দপুর শাহাড় পাড়া ইউনিয়নের উদ্যোগে  ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আব্দুল আলী এর সভাপতিত্বে ও ইউনিট সেক্রেটারী মির্জা মুস্তাকীম, হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় স্থানীয় সৈয়দপুর বাজারের চৌধুরী মার্কেট এর ২য় তলায়  কর্মী সভা অনুষ্ঠিত  হয়।


সভার  শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাঃ মোঃ জবেদ আলী।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা  শাখার নায়েবে আমীর- মাওলানা দরস উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি -মাওলানা আফজাল হোসাইন,ছাত্রশিবির পূর্ব শাখার সভাপতি- আবু তাহের,উপজেলা  কর্মপরিষদ সদস্য  মাষ্টার মোঃ- আবু তাইদ,সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মোঃ শিব্বির আমেদ উসমানি।



অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন এডঃ মির্জা বাবুল বেগ, সাবেক জমায়াত নেতা মাওলানা সৈয়দ রেজভিল হক হরেছ, ইউনিয়ন সহ সভাপতি কাজী জুনেদুর রহমান ও  মাষ্টার মোঃ বিলাল হোসেন,সৈয়দ হামিমসহ আরও অনেকে।