বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার  :

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও  সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার সভাপতি মো:শাহআলম। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোমতাজুল হাসান আবেদকে সভাপতি ও লুতফুল রহমান দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি ৩ জন হচ্ছেন মোহাম্মদ শাহ আলম, রিয়াজুল ইসলাম তালেব, আব্দুল হাকিম। সহকারী সাধারণ সম্পাদক ৩ জন হচ্ছেন জসিম উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল হান্নান। এছাড়াও নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহকারী মহিলা সম্পাদিকা হোসনে আরা হাসি, কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, ট্রেন ইউনিয়ন সম্পাদক ক্বারী নুরুল আমিন, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক রায়েজ নুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক,  সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন সসম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক এনামুল হক, সহকারী প্রচার সম্পাদক মাইন উদ্দিন নাহিদ, পাঠাগার সম্পাদক আব্দুর রউফ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক উবায়দুল হক, আইন আদালত সম্পাদক শফিউল আলম, সংস্কৃতি সম্পাদক দেলোয়ার হোসেন, তালিমুল কোরাআন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। কার্যকরী কমিটির সদস্যরা হলেন রফিক আহমদ, গুল আহমদ, নুর উদ্দিন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, কমরুন নুর, মোসাদ্দিক, মামুন আহমেদ, পারুল আক্তার, মরিয়ম আক্তার।