১৬ ই ডিসেম্বর উপলক্ষে শান্তিগঞ্জে জামায়াতের র্যালি ও সমাবেশ
স্টাফ রিপোর্টার :
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা। সোমবার (১৬ ই ডিসেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও শহীদদের প্রতি দোয়া করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারী মামুন আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমদ প্রমূখ।