শান্তিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার :


সুনামগঞ্জের শান্তিগঞ্জে 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন' শান্তিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মমতাজুল ইসলাম আবেদ। তিনি আগামী দুই বছরের জন্য রায়েজ নূর আহমদকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।


শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি রায়েজ নূর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন' শান্তিগঞ্জ উপজেলা   শাখার প্রধান পৃষ্ঠপোষক হাফিজ আবু খালেদ, মাস্টার দিলোয়ার হোসাইন এবং মোঃ আসাদুজ্জামান আসাদ।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।