সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

 



স্টাফ রিপোর্টার 


"জেগেছি মোরা গড়তে সমাজ 

নেইতো মোদের ভয়

সত্য পথে, ন্যায়ের মতে

আমরা করব জয়"

এই স্লোগানকে সামনে রেখে একটি আর্দশ সমাজ বিনির্মাণে গড়ে তোলা সামাজিক সংগঠন সমাজ সুরক্ষা ফাউন্ডেশন, নোয়াগাঁও, ভীমখালী,জামালগঞ্জের 

এক বছর পূর্তি উপলক্ষে ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নোয়াগাঁও বাজার সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম কাপ্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং  সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  দিকনির্দেশনামূলক বক্তব্যে ফাউন্ডেশনের  প্রবাসী উপদেষ্টা আব্দুল কাইয়ুম বলেন,সমাজ পরিবর্তনের কারিগর তরুণ সমাজ। তরুণরা সচেতন থাকলে কোন সমাজ পিছিয়ে পড়ে না, সামনের দিকে এগিয়ে যায়। শিক্ষার দিকে অন্যান্য এলাকার চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। তাই শিক্ষার উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে।শিক্ষার্থী ঝরেপরা রোধ করতে হবে। মাদকাসক্তির ছোবল থেকে  তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মদ ও জুয়ার মতো সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।  সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়।  আমরা প্রবাসীরা সবসময় সংগঠনের যেকোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজে আপনাদের সাথে এগিয়ে আসবো। আমাদের অনুদান অব্যাহত থাকবে।


অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের  সহ-সভাপতি রওশন আলী,  নুরুল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ রেদওয়ান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল সরকার সাজিদুল হক,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ -অর্থ সম্পাদক আশিক নূর, সহ -সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তুলাই,

সদস্য আবু হানিফ,রফিকুল ইসলাম,লিংকন মিয়া,, মহিবুল হক,কবির হোসেন, জিয়াউর রহমান জিয়া,পিয়াস,মারজান,রাহাত, আনিস, আজহারুল,মমিন,ইসলাম উদ্দিন,নাজিম উদ্দিন প্রমুখ।

সভায় আয় ব্যয়ের হিসাব-নিকাশ প্রদান করেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কামরুজ্জামান। গত একবছরে ফাউন্ডেশের সদস্যদের দেওয়া চাঁদা ও প্রবাসীদের অনুদানের মাধ্যমে  মোট আয় ২৭৩২৪০টাকা। সমাজের অসহায়,দরিদ্র ও অসচ্ছল রোগীেদের চিকিৎসার জন্য মোট  ২৬০৯৯০ টাকা দান (ব্যয়) করা হয়। বর্তমান তহবিল আছে১২৫৫০টাকা। সমাজের মানুষের কল্যাণে দান-অব্যাহত থাকবে।


সভাপতির বক্তব্যে রেজাউল করিম কাপ্তান বলেন,সমাজ সুরক্ষা ফাউন্ডেশন, বৃহত্তর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। দুর্যোগ দুর্বিপাকে বিপদাপন্ন মানুষ,কন্যাদায়গ্রস্থ পিতা,গরীব মেধাবী শিক্ষার্থী,অসহায়, দরিদ্র  রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে আমাদের এই সংগঠন কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।সবাই মিলে কাজ করলে সমাজের জন্য অনেক ভালো কাজ করে সফলতার স্বাক্ষর রাখা যায়।সমাজ সুরক্ষা ফাউন্ডেশন গতানুগতিক কোনো সামাজিক সংগঠন নয়;আমরা কাজের মাধ্যমে প্রমাণ দেব।