ছাতকে ভাতগাঁও আইডিয়াল কলেজের সংবর্ধনা সম্পন্ন
তৈয়বুর রহমান,স্টাফ রিপোর্টার,
হাওরের জনপদ সুনামগঞ্জ জেলার শিল্পনগরীখ্যাত উপজেলা ছাতকের ভাতগাঁও আইডিয়াল কলেজ এন্ড হাইয়ার এডুকেশনের ট্রাস্টি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী শামীম আহমদের স্বদেশে আগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০২ জানুয়ারী, বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় ভাতগাঁও আইডিয়াল কলেজ প্রাঙ্গনে ভাতগাঁও আইডিয়াল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের সভাপতিত্বে ইংরেজি প্রভাষক তৈয়বুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেঘলাল বৈদ্য এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অস্ট্রেলিয়া প্রবাসী শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈশাখপুর- শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান,ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আওলাদ হোসেন,বমভমি বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক হাসান আল মাসুম,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমদ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমি।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেরিকান লেখক জেমস ক্লিয়ার রচিত এটোমিক হাবিট্ স (Atomic Habits) নিয়ে আলোকপাত করে বলেন, প্রাত্যহিক জীবনে আয়ত্ত করা ক্ষুদ্র ক্ষুদ্র সুঅভ্যাসগুলো আমাদের জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।তাই তোমাদের দিনে অন্তত ১০ মিনিট করে পাঠ্যপুস্তকের বাইরের বইগুলো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে যাতে করে সমগ্র জগৎ নিয়ে একটা ভালো ধারণা হয়।সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা।পরীক্ষায় ফেল করলে তোমরা জীবনের সবচে বড় ভুল হবে।কারণ ইন্টার মিডিয়েট স্টেজ তোমাদের পরবর্তী জীবনের সবচে বড় ভবিষ্যৎ নির্ধারক।তিনি আরো বলেন,তোমরা এখন থেকে পড়াশোনা করলে আমার বিশ্বাস সুন্দর ফলাফল করবে।এ ব্যাপারে আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থী ও বর্ষসেরা শিক্ষকের পুরস্কার প্রদান করা হয়।বর্ষসেরা শিক্ষকের পুরুস্কার গ্রহণ করেন রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক কৃষ্ঞা রানী বৈদ্য।
মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ করেন,তামান্না আক্তার ইমা,ঝুমা বেগম,আছমা বেগম,মুন্নী আক্তার ময়ূরী,নুসরাত আক্তার তান্নী,ফাতেমা বেগম এবং লিমা বেগম।