শান্তিগঞ্জে দুর্ঘটনায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী এনা পরিবহন : আহত ৫
শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এনা পরিবনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি।
সোমবার(২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের পূর্ব পাশ এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬২৫) সোমবার(২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের পূর্বে পার্শ্বে পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে আঞ্চলিক মহা সড়কের উত্তর পার্শ্বে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ ও শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
সুনামগঞ্জ জেলার জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।