সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত জায়গায় নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন
Published:
শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত জায়গায় ক্যাম্পাস নির্মাণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র-জনতার অংশগ্রহণে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে, সুনামগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে, সাধারণ শিক্ষার্থী তানভীর হাসান মারুফ’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়তে ইসলাম’র আমীর হাফিজ আবু খালেদ। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, সাধারণ শিক্ষার্থী হাম্মাদ আজাদ রহিম।
বক্তারা বলেন, আমাদেরকে সার্বিক বিষয়টি চিন্তা করতে হবে। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যাল কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন, দেখবেন, সেগুলোর নিমার্ণ করা হয়েছে শহরের বাহিরে, মানুষের কোলাহল মুক্ত জায়গায়। আবার কোন বিশ্ববিদ্যালই ভারতের বর্ডার গেষে নির্মাণ করা হয়নি। তাহলে আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালটি সঠকি জায়গায় সবার সুবিধা ও আগামী ৫০ বছরের পরিকল্পনা করেই নির্মাণ করা হচ্ছে। এখন নতুন করে সুনামগঞ্জে কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের স্বার্থে এই বিশ্ববিদ্যালটি সরিয়ে ভারতের কাছে নিয়ে স্থাপন করতে চাইছেন। সেটা কেন, আমাদের বুঝতে হবে। আপনাদের এতো ইন্ডিয়াপ্রীতি কেন? ইন্ডিয়া আমাদের কোন কালে, কোন সময়ই বন্ধু ছিল না, তাহলে আপনার কেন আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালটি সরিয়ে ভারতের কাছাকাছি নিয়ে স্থাপন করতে চাচ্ছেন? আমার সাধারণ শিক্ষার্থীরা মনে করি, খুব দ্রুত সময়েই আপনার আপনাদের সিদ্ধান্ত থেকে সরে এসে জনমানুষের আকাঙ্খার উন্নয়নটি দ্রুত গতিতে বাস্তবায়নের লক্ষে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। সরকারের কাছে আমাদের একটাই দাবি বিশ্ববিদ্যালটি যেন দ্রুত সময়ের মধ্যেই প্রস্তাবিত জায়গায় ক্যাম্পাস নির্মাণের সকল প্রস্তুতি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপি নেতা ইরান উদ্দিন, ইলিয়াছ মিয়া, লিটন মিয়া, উপজেলা জমিয়ত নেতা মাও. হোসাইন আহমদ, মাও. আব্দুল হাফিজ, শিক্ষার্থী প্রতিনিধি শিক্ষার্থীদের আমিন উদ্দিন, আপন আহমদ, তামিম আহমদ, লিটন মিয়া, নাসিম আহমদ, হাফিজুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রমূখ।