তাহিরপুরে জমি নিয়ে বিরুধ আহত ৪ আটক ২
তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর ৩ নং দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামে জমি দখল নিয়ে বিরুধ দেখা দিলে হত্যার উদ্দেশ্য ঘোষনা দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের ধুসর অলিনুর বাহিনি। ১৯ মার্চ রোজ বুধবার বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকায় সময় অলিনুর ও তার ছেলেরা মিলে দেশিও অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে প্রতিবেশী ফয়জুন নুর (৫০) শাহদৎ (৪০) শফিক মিয়া (৫৫) সাজুল হক (৩৫) তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল প্রেরন করেন। উক্ত ঘটনায় আবদুস শহিদ বাদী হয়ে আইনের আশ্রয় নেন এবং তাহিরপুর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাহিরপুর থানার এস আই পারভেজের নেতৃত্ব অভিজান চালিয়ে ৬ জনের মধ্যে দুইজনকে তাৎক্ষণিক মূহুর্তে আজু ও তার ভাই নাজুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আরো যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- অলিনুর (৫৫) অলিউর রহমান (৩০) মোয়াজ্জিন (২৪) জিহাদুল (২২) তাহিরপুর থানার ইনচার্জ মুহাম্মদ দিলোয়ার হোসেন বলেন সন্ত্রাসী কায়দায় প্রাণে মারার উদ্দেশ্য এই হামলা করা হয়েছে ছবি ফুটেজে তার সত্যতা মিলেছে পর্যায় ক্রমে বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।