বিশ্বম্ভরপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
৩০ মার্চ, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে গণঅধিকার পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান (আজিজ মাহমুদ)। স্বাগত বক্তব্য প্রদান করেন আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতা তিনম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুজাহিদ আলী খোকন, আরিফুল হক, মাসুম আহমেদ, আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল আহমেদ এবং আব্দুল জব্বার।
এছাড়া গণঅধিকার পরিষদ, সলুকাবাদ ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী, শাইন আহমেদ এবং ধনপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নেতা ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও গণতন্ত্রের সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন, যা অনুষ্ঠানে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।